নবম পাঠঃ ক্রিয়ার রুপসাধন
mercredi 6 janvier 2021, par
ফরাসি ভাষা শিক্ষা নবম পাঠে আমরা পরিচত হব ব্যাকরনের অন্যতম অংশ La Conjugaison (ক্রিয়ার রূপসাধন) এর সাথে। ফরাসি ভাষায় ক্রিয়ার মোট ছয়টি রুপ রয়েছে, যেগুলো হল: Je (যো), Tu (তু), Il/Elle (ইল/এল), Nous (নু), Vous (ভু), Ils/Elles (ইল/এল)। ফরাসি ভাষার সকল ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগকে বলা হয় verbe régulier (নিয়মিত ক্রিয়া যা রুপসাধনের সময় সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে) আর verbe irrégulier (অনিয়মিত ক্রিয়া যা রুপসাধনের সময় সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে না)।
নিয়মিত ক্রিয়ার রুপসাধনের সময় কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে আর অনিয়মিত ক্রিয়ার রুপসাধনের সময় কোন সুনির্দিষ্ট নিয়ম মেন চলেনা। এই পাঠে আমরা শুধু নিয়মিত ক্রিয়ার রুপসাধন দেখব।
ফরাসি ভাষায় ক্রিয়ার ছয় রুপ
Pronoms | উচ্চারন | বাংলা অর্থ |
---|---|---|
Je | যো | আমি |
Tu | তু | তুমি |
Il/Elle | ইল/এল | সে (পুর্লীঙ্গ), সে (স্ত্রীলীঙ্গ) |
Nous | নু | আমরা |
Vous | ভু | আপনি (ফরমাল), আপনারা (বহুবচন) |
Ils/Elles | ইল/এল | তারা (পুর্লীঙ্গ)/ তারা (স্ত্রীলীঙ্গ) |
La Conjugaison
ফরাসি ভাষার নিয়মিত ক্রিয়া মোট তিন ভাগে বিভক্ত। যে সকল ক্রিয়া er দ্বারা সমাপ্ত হয় তারা প্রথম ভাগে অন্তর্ভুক্ত (উদাহরন: manger)। যেসকল ক্রিয়া ir দ্বারা সমাপ্ত হয় তারা দ্বিতীয় ভাগের (উদাহরন: finir) আর যেসকল ক্রিয়া re দ্বারা সমাপ্ত হয় তারা তৃতীয় ভাগে অন্তভূক্ত (উদাহরন: vendre)। নিয়মিত ক্রিয়ার রুপসাধনের সময় ক্রিয়ার একটা অংশ অপরিবর্তিত থাকে, আর শেষে কিছু অক্ষর পরিবর্তিত হয়। এই শেষের অক্ষরগুলো মুখস্ত রাখতে হবে। এই তিন দলের তিনটা ক্রিয়ার রুপসাধন শিখতে পারলে বাকি গুলো মুখস্ত করার দরকার হবেনা। নিচে এই তিন দলের তিনটি ক্রিয়ার রুপসাধন দেয়া হল এবং ক্রিয়ার শেষে যে সকল শব্দ পরিবর্তিত হয় তা গাড় করে দেয়া হবে যাতে আপনারা সেগুলো সহজেই খুঁজে পান।
Conjugaison de verbe Écouter
Écouter | শোনা | ||
J’ | écoute | যে’কুত | আমি শুনি |
Tu | écoutes | তু একুত | তুমি শুন |
Il/Elle | écoute | ইল একুত/ এল একুত | সে শোনে |
Nous | écoutons | নুযএকুতোঁ | আমরা শুনি |
Vous | écoutez | ভু’যএকুতে | আপনি/ আপনারা শোনেন |
Ils/Elles | écoutent | ইল একুত/ এল একুত | তারা শোনে |
Conjugaison de verbe Finir
Finir | শেষ করা | ||
Je | finis | যো ফিনি | আমি শেষ করি |
Tu | finis | তু ফিনি | তুমি শেষ কর |
Il/Elle | finit | ইল/এল ফিনি | সে শেষ করে |
Nous | finissons | নু ফিনিসোঁ | আমরা শেষ করি |
Vous | finissez | ভু ফিনিসে | আপনি/ আপনারা শেষ করেন |
Ils/Elles | finissent | ইল/এল ফিনিস | তারা শেষ করে |
Conjugaison de verbe Vendre
Vendre | বিক্রি করা | ||
Je | vends | যো ভঁ | আমি বক্রি করি |
Tu | vends | তু ভঁ | তুমি বিক্রি কর |
Il/Elle | vend | ইল ভঁ/ এল ভঁ | সে বিক্রি করে |
Nous | vendons | নু ভন্দোঁ | আমরা বিক্রি করি |
Vous | vendez | ভু ভন্দে | আপনি/ আপনারা বিক্রি করেন |
Ils/Elles | vendent | ইল/এল ভন্দঁ | তারা বিক্রি করেন |